সিরাজগঞ্জে ১৯০০ বন্যাক্রান্ত পরিবারে সহায়তা দিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

1173

Published on জুলাই 18, 2020
  • Details Image

সিরাজগঞ্জের বন্যাকবলিত ১৯০০ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু করেছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না

উদ্বোধনি অনুষ্ঠানে তিনি বলেন, বন্যা দুর্গত একটি মানুষও না খেয়ে থাকবে না। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সর্বস্তরের নেতাকর্মীরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছি।

১৭ জুলাই শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সদর উপজেলার সয়দাবাদে ৫শ’ পরিবার, কালিয়া হরিপুরে ৪শ’ পরিবার, কাওয়াকোলায় ৬শ’ পরিবার ও খোকশাবাড়ী ইউনিয়নে ৪শ’ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

এসময় সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দীপু, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, সয়দাবাদ ইউপি চেয়ারম্যান মো. নবীদুল ইসলাম, কালিয়া হরিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সবুর, কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলীম, খোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত