1061
Published on জুলাই 18, 2020কুড়িগ্রামে বন্যা কবলিত ৫ শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু।
বুধবার ও বৃহস্পতিবার তিনি সদরের যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় নৌকাযোগে ৫ শতাধিক বানভাসি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি চিঁড়া, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও ১ কেজি চিনি।
ত্রাণ বিতরণের সময় আমান উদ্দিন মন্জু বলেন, প্রকৃতিক দূর্যোগের উপর মানুষের হাত নেই। করোনাকালে এই দূর্যোগে জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে এবং থাকবে।
ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা ত্রাণ কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।