1625
Published on জুলাই 17, 2020সুনামগঞ্জের মধ্যনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে মধ্যনগর থানা আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) পায়ে হেঁটে ও নৌকাযোগে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেয় নেতা-কর্মীরা।
মধ্যনগর থানা আওয়ামী লীগের উদ্যোগে সভাপতি গিয়াস উদ্দিন নূরী ও সাধারণ সম্পাদক পরিতোষ সরকারের নেতৃত্বে বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় মধ্যনগর থানার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।এতে পানিবন্দী মানুষ দুর্ভোগে জীবন-যাপন করছেন।
ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন-মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রানু চক্রবর্ত্তী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সরকার, সদস্য দেবাশীষ সরকার দিপু, মধ্যনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল আলম লিমন, মানিক মিয়া, অন্জু তালুকদার, রবেন্দ্র তালুকদার, রতন মিয়া, মো.আইন উদ্দীন, গিয়াস মিয়া, মুহসিন মিয়া, হানিফ মিয়া, নেপাল শীল, তারামিয়া ও দিপক প্রমুখ।
সৌজন্যেঃ দৈনিক ইত্তেফাক