বাগেরহাটে ৪৪০০ পরিবারে সদর আসনের সাংসদের খাদ্য সহায়তা

993

Published on জুলাই 16, 2020
  • Details Image

বাগেরহাট সদর আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষ থেকে সদর উপজেলার ১০টি ইউনিয়নের করোনায় কর্মহীন হয়ে পড়া ৪ হাজার ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, গাছের চারা ও মাস্ক বিতরণ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের সামনে এমপি পক্ষে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিতরনকৃত এসব খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ডাল, তেল, আলু, পিয়াজসহ প্রত্যেককে গাছের চারা, মাস্ক দেয়া হয়।

এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত