4487
Published on জুলাই 3, 2020করোনা সংকটে স্থবির হয়ে পড়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। ব্যাহত হচ্ছে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া। এই করোনা সংকট থেকে শিক্ষা ব্যবস্থার উত্তরণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ-এর শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটি আয়োজন করেছে অনলাইন সেমিনার- 'বর্তমান বৈশ্বিক সংকটকালে শিক্ষা ব্যবস্থায় আমাদের করণীয়'। আগামী ৬ জুলাই সোমবার সকাল ১১টায় এই অনলাইন সেমিনারটি অনুষ্ঠিত হবে। পর্বটি সরাসরি প্রচারিত হবে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে )(https://www.facebook.com/awamileague.1949)
বাংলাদেশ আওয়ামী লীগ-এর শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপার সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ দীপু মনি, এমপি, সম্মানিত অতিথি হিসেবে যুক্ত হবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-এর মন্ত্রী মোস্তফা জব্বার। আলোচনায় আরো অংশ নেবেন বাংলা একাডেমি'র সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাকসুদ কামাল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডঃ শাহিনুর রহমান, দৈনিক ভোরের কাগজের সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর আবদুল খালেক।