নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

1754

Published on জুন 17, 2020
  • Details Image

নড়াইলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল সদর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজামউদ্দিন খান নিলু ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, সদর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কৃষ্ণা রানী রায়সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে, স্কুল হতে অনেক দূরে বাড়ি এমন ১১ জন ছাত্র ও ৯ জন ছাত্রী সর্বমোট ২০ জনকে একটি করে বাইসাইকেল ও সর্বমোট ১০০ জনকে ২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ২০০ টাকা, মাধ্যমিক পর্যায়ে ৫০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮০০ টাকা ও স্নাতক পর্যায়ে ১৫০০ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

এসময় নতুন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি পেয়ে শিক্ষার্থীদের অনেক আনন্দিত হতে দেখা যায়। এমনই একজন শাপলা শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
নিপুন বিশ্বাস বলেন, এতোদিন অনেক কষ্ট করে হেটে হেটে আমার স্কুলে আসতে হতো। আর এই সাইকেল পাওয়ার ফলে স্কুলে আসা এখন অনেক সহজ হবে বলেও জানায় নিপুন।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজামউদ্দিন খান নিলু জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার প্রকৃত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরে সদর উপজেলা পরিষদ অনেক আনন্দিত। এসময় জনাব নিলু খান নড়াইলবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক আনজুমান আরা সকল শিক্ষার্থীদেরকে ভালো করে পড়াশোনা করে পিতামাতার মুখ উজ্জ্বল করতে ও সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে সকলকে আহবান জানান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত