মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাতিসংঘ পরিবারের শোক

4170

Published on জুন 15, 2020
  • Details Image

বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছে জাতিসংঘ। ১৪ জুন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে পাঠানো বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো সাক্ষরিত এক শোক বার্তায় মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক জানানো হয়।

শোক বার্তায় বলা হয়, বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে কাজ করার জন্য এবং খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংসদীয় কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

এমন শোকের মূহুর্তে তার পরিবার ও সহকর্মীদের জন্য জাতিসংঘ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

 

নাসিমের মৃত্যুতে জাতিসংঘ পরিবারের পক্ষ থেকে শোক

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত