নাসিম ভাই – আপনার অভাব পুরন হবার নয়

4125

Published on জুন 14, 2020
  • Details Image

ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপিঃ

মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগের এক যোদ্ধার নাম। তাঁর পিতা জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর মতই রাজনীতির দুঃসময়ে তিনি কখনই পিছু হটেন নি। নিজের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে থেকেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন কিন্তু মুহূর্তের জন্যও নেতৃত্ত্বের সাথে বেইমানি করেন নি। এই অসম্ভব সাহসী মোহাম্মদ নাসিমের প্রস্থান বাংলাদেশের রাজনীতির জন্য এক অপুরনীয় ক্ষতি এবং ব্যক্তিগতভাবে আমার জন্য একটি কান্নার দিন।

গত বছরের শুরুতে বড় ভাই সৈয়দ আশরাফুল ইসলামের অকাল মৃত্যুর পর যখন সব ছেড়ে পঁচিশ বছরের ইংল্যান্ডের পাট চুকিয়ে চিরদিনের মত ঢাকা চলে এলাম, তখন এক কঠিন বাস্তবতার সম্মুখীন হলাম। যাদের ভাবতাম আমাদের পরিবারের শুভাকাংখী, বড় ভাই সৈয়দ আশরাফের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা তাদের অনেকের কাছ থেকে সৌজন্যের হাসিটুকুও পাই নি। যদিও তখন আমি একজন নির্বাচিত সংসদ সদস্য, একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান, অতি জনপ্রিয় সদ্যপ্রয়াত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদকের বোন, কিন্তু তা সত্ত্বেও অপরিচিত মুখ হওয়ায় আর সাথে কোন জাঁদরেল পি এস, এ পি এস বা পি এ না থাকায় অনেক পাবলিক প্রোগ্রামে বা পার্টি প্রোগ্রামে যেয়ে ঠেলা ধাক্কায় পেরে উঠতাম না। অনেকেই বলেছে – আপনাকে দিয়ে কিছু হবে না। শুধু যখন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে যাওয়ার সুযোগ পেতাম, নেত্রী যখন চোখে চোখ রেখে একটু হাসতেন, আস্বস্ত হতাম। মনে হতো মাথার উপর আপার ছায়াটি প্রবল শক্তি আর বিশ্বাসের পরম মমতায় জড়িয়ে আছে। একই সাথে আমার নির্বাচনি এলাকা কিশোরগন্জ সদর ও হোসেনপুরের সাধারন জনগনের অকৃত্রিম ভালোবাসা আমাকে চলার শক্তি যোগাতো।

তো নয় মাস পরের কথায় আসি – নভেম্বর মাস চলে আসছে, ৩রা নভেম্বর জাতীয় চার নেতার মৃত্যুবার্ষিকী। ভাবছি কি করবো। এমনি এক ভাবনা থেকেই নাসিম ভাইকে ফোন করলাম আর আবদার করেই বললাম – নাসিম ভাই ৩রা নভেম্বর আপনার সাথে আপনার গাড়ীতে করে আমি যাবো। এক কথায় রাজী হয়ে গেলেন। তারপর পরম মমতায় আর আপন বড় ভাইয়ের স্নেহে ৩রা নভেম্বর ২০১৯ ভোর থেকে দুপুর পর্যন্ত উনার পাশে বসে ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে বনানী গোরস্থানে গেলাম। টুকটাক অনেক কথা হলো, আস্বস্ত করলেন রাজনীতির ব্যাপারে। নাসিম ভাই, আপনার অভাব পুরন হবার নয়। দেশকে অনেক দিয়েছেন। আপনি ভালো থাকবেন পরপারে – প্রানভরে আল্লাহর কাছে এই দোয়াই করি।

লেখকঃ সংসদ সদস্য, জাতীয় চার নেতার অন্যতম বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের কন্যা

Live TV

আপনার জন্য প্রস্তাবিত