1084
Published on জুন 14, 2020আজ ১৪ জুন বনানী কবরস্থানে বাবা ক্যাপ্টেন এম মনসুর আলীর কবরের পাশে সমাহিত করা হলো সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমকে।
আজ সকাল ১১টায় বনানী কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে শ্রদ্ধাঞ্জলি জানায় আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ'র সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতা নাসিমপুত্র তানভীর শাকিল জয়, দেবাশীষ বিশ্বাস, কাজী মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, নাফিউল করিম নাফা, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ এবং মহানগর উত্তর সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন।
এই সময় নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর ক্যাপ্টেন এম মনসুর আলী ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার পর খুনীদের সাথে আপস না করার ফলে কেন্দ্রীয় কারাগারে জীবন দিতে হয়েছিল। তারা বলেন, বাবা'র ন্যায় মোহাম্মদ নাসিম জননেত্রী শেখ হাসিনার বিশস্ত সহচর ছিলেন এবং আজীবন বিপদে আপদে নেত্রীর পাশে থেকে কাজ করে গেছেন, আমরা তার বিদেহী আত্মার শান্তিকামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ।