2191
Published on জুন 12, 2020মহামারি করোনা ভাইরাসের মধ্যে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের কথা ভেবে খাদ্য সংকট মোকাবেলার পাশাপাশি দেশের কৃষি খাতকে উন্নত করতে এবারের বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে কৃষি খাতকে। ২০২০-২১ অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৯ হাজার ৯৮৩ কোটি টাকা। এছাড়াও এ খাতে প্রণোদনাও চলমান থাকবে বলে বাজেট অধিবেশনে জানানো হয়েছে।
করোনা পরবর্তী কৃষি নির্ভর বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিতে কৃষির ওপর নির্ভর করা ছাড়া আর কোন উপায় থাকবে না বাংলাদেশের। তাই এবারের বাজেটে কৃষির ওপর গুরুত্ব দেয়া হয়েছে অনেক বেশি।
কৃষি উৎপাদনে কৃষককে সুবিধা দিতে নতুন অর্থবছরে উৎপাদন বাড়াতে কৃষি যান্ত্রিকীকরণে ৩ হাজার ১৯৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সৌজন্যেঃ ইত্তেফাক