অসহায় মানুষ ও নেতাকর্মীদের পাশে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক

1360

Published on জুন 9, 2020
  • Details Image
  • Details Image

করোনা প্রাদুর্ভাবের প্রভাবে দেশে লকডাউন পরিস্থিতিতে ফেনী জেলার দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অসহায়, দুঃস্থ , নিন্ম-মধ্যবিত্ত ২৫০০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য উপহার সামগ্রী প্রদান করেন।গত ১৩ই মে থেকে শুরু হওয়া এই খাদ্য বিতরণ কার্যক্রম চলে ১৫ই মে পর্যন্ত। ০৩ দিন ব্যাপী এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম দাগনভূঞা জিরো পয়েন্টে সকাল ১১.০০ টা থেকে শুরু হয়। খাদ্য উপহার সামগ্রী প্রদানে বিশেষ ক্যাটাগারীর মধ্যে ছিলো উপজেলায় বসবাসরত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন। প্রত্যেক পরিবার প্রতি খাদ্য উপহার সামগ্রীর মধ্যে ছিলোঃ চাউল-১০ কেজি, আলু-০৩ কেজি, পেঁয়াজ-০২ কেজি, তৈল-০১লিটার, ছোলা বুট-০২ কেজি,মসুর ডাল-০১ কেজি, লাচ্ছা সেমাই-০১ কেজি,চিনি-০১ কেজি, লবণ-০১ কেজি, দুধ পাউডার-২০০ গ্রাম,মুড়ি-৫০০ গ্রাম।

পাশাপাশি পৌরসভার দলীয় নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন মোহাম্মদ আলমগীর। তিনি তার ব্যক্তিগত অর্থায়নের অংশ হিসেবে পৌর আওয়ামীলীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, বর্তমান কমিশনার ও সাবেক কমিশনার এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে ঈদ উপহার দেওয়ার কার্যক্রম হাতে নেন। তিনি নিজে পৌর এবং উপজেলা আওয়ামীলীগের নেতাদের বাসায় এই উপহার সামগ্রী পৌঁছে দেন। প্রত্যেক নেতাদের পরিবার প্রতি ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলোঃসেমাই ২ কেজি, নুডলস ১ প্যাকেট, তেল ১কেজি,দুধ ৫০০ গ্রাম, চিনি গুঁড়া চাউল ২ কেজি, চিনি ২ কেজি, চা পাতা ২০০ গ্রাম, নারকেল ১টি, বাদাম ২০০ গ্রাম, কিসমিস ২০০ গ্রাম।

করোনা প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর দাগনভূঞার সরকারি হাসপাতালে-২০টি পিপিই। ফেনী সদর হাসপাতালে-৪০টি পিপিই। দাগনভূঞা উপজেলার বিভিন্ন স্থানে ২০০০(দুই হাজার) মাক্স এবং ৭০ লিটার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

চলমান খাদ্য উপহার সামগ্রী বিতরণ সহ নানান সহায়তা কার্যক্রম প্রসঙ্গে মোহাম্মদ আলমগীর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা মোতাবেক ও আমার রাজনৈতিক পথ প্রদর্শক জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয়ের নির্দেশে আমি আমার পৌর এলাকার জনগন এবং দলীয় নেতাদের পাশে থেকে মহামারীর সামনের দিনগুলোতেও আমার সাধ্যমতন সর্বোচ্চ কাজ করে যাবো এবং আগামীতে আরও ১০০০ পরিবার কে খাদ্য সামগ্রী বিতরণ এর কার্যক্রম খুব শীঘ্রই হাতে নিবো।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত