1089
Published on জুন 8, 2020মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এককালীন অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলার কালিঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা অধিদফতর চা-বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ওই ইউনিয়ন পরিষদের অন্তর্ভূক্ত ৯টি চা বাগানের ১ হাজার ৫০৩ জন চা বাগান শ্রমিকের মধ্যে প্রত্যাককে ৫ হাজার টাকা করে মোট ৭৫ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, কালিঘাট ইউনিয়ন চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা প্রমুখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী জানান, এ ধাপে উপজেলার সব চা বাগানের শ্রমিকদের মধ্য থেকে ৭ হাজার ৪৮৫ জনকে ৩ কোটি ৭৪ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস শহীদ এমপি বলেন, চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু আজীবন কাজ করে গেছেন। এখন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার প্রতিষ্ঠা ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছেন।