1569
Published on জুন 8, 2020লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু। অসহায় ছয় শতাধিক নারী-পুরুষের হাতে শাড়ী ও লুঙ্গি ঈদ উপহার বিতরণ করে এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঈদ উল ফিতর উপলক্ষে বর্তমান করোনাকালে কর্মহীন ও আর্থিক সংকটে থাকা অসহায় মানুষদের জন্য এই উপহার সামগ্রী বিতরণ করেন ওই চেয়ারম্যান।
গত ২৩ মে সোমবার হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু এই শাড়ী ও লুঙ্গি বিতরণ উদ্বোধন করেন। স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের কলিম উদ্দিন চত্তরে এই শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, সিঙ্গিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল্ল্যাহ টাইফুন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উপহার সামগ্রী পেয়ে অসহায় নারী-পুরুষদের চোখেমুখে আনন্দের অনুভূতি প্রকাশ পায়। তাদের মধ্যেই একজন সিঙ্গিমারী এলাকার মোঃ জমসের উদ্দিন (৬২)। তিনি বলেন, মুই নয়া কাপড় পড়ি ঈদ কইরবার পানু না হয়, যদি ওমায় মোক লুঙ্গিটা না দিতো। আল্লাহর নিকট ওদের জন্য দোয়া করি, যেন মঙ্গল হয়, ভালো হয়।
এ সময় আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার এই করোনা ভাইরাস সংকটে মানুষের পাশে আছে। তাঁরই কর্মী হিসেবে আমরা আমাদের নেতা মোতাহার হোসেন এমপির নেতৃত্বে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আজকের এই মহতি উদ্যোগও আপনাদের পাশে দাঁড়ানোর জন্যই। এজন্য আপনাদের যে কোনো সমস্যায় পাশে থেকে সেবা করে যাচ্ছেন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু। তার নেতৃত্বে আপনাদের ঐক্যবদ্ধ থেকে এক সঙ্গে এলাকার উন্নয়ন করতে হবে।