ছয় দফা নিয়ে বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হবে আজ

1294

Published on জুন 7, 2020
  • Details Image

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বিশেষ ওয়েবিনার এর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ রাত ৮টায় দলের অফিসিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/awamileague.1949) অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।

'ছয় দফা থেকে স্বাধীনতা; শীর্ষক এই ওয়েবিনারে আলোচক হিসেবে থাকবেন খ্যাতিমান রাজনীতিক, ইতিহাসবিদ ও সাংবাদিক। এ প্রজন্মের তরুনেরাও এই আলোচনায় যুক্ত হবেন।

সাবেক ছাত্রনেতা, ডাকসুর সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডঃ মোঃ আবদুর রাজ্জাক, বঙ্গবন্ধুর একান্ত সচিব ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডঃ মোহাম্মদ ফরাসউদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ হারুন অর রশিদ এবং সিনিয়র সাংবাদিক অজয় দাসগুপ্ত এই অনুষ্ঠানে আলোচক হিসেবে যুক্ত হবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সাবেক ছাত্রনেতা ও কলামিস্ট সুভাষ সিংহ রায়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত