2438
Published on জুন 5, 2020গাজীপুরের শ্রীপুরে মসজিদের ৬৫০ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ৩২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে এ চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সামসুল আরেফিনের সভাপতিত্বে গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এ চেক বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব আনিছুর রহমান ও ইসলাম ফাউন্ডেশনের উপ পরিচালাক আব্দুল্লাহ আল মাসুদ।