1811
Published on জুন 2, 2020ঢাকার ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি এবং ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি মোহাদ্দেস হোসেন সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে এই পর্যন্ত প্রায় ৭ হাজার গরীব অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ও আলু।
এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার পবিরারকে নগদ ৫০ হাজার টাকা এবং যিনি মৃত ব্যক্তির গোসল করাবেন তাকে ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
দিনে বেলায় বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে এবং রাতে আধারে নিজে বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ সামগ্রী বিরতণ করছেন। ত্রাণ বিতরণকালে আওয়ামী লীগ নেতা শফির আনোয়ার গুলশান, সাবেক কাউন্সিলর মুকছেদ, পৌর কাউন্সিলর আমজাদ হোসেন ও আরিফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তার সাথে ছিলেন।
৮০ দশকের সংগামী ছাত্রলীগ নেতা এবং ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মোহাদ্দেস হোসেন বলেন
করোনা ভাইরাসের কারণে বিশেষ করে সারা ধামরাই উপজেলায় খেটে খাওয়া দিনমজুর মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের আয়রোজগার ও নেই। তাই এসব পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে চলেছি। এ পরযন্ত প্রায় ৭ হাজার পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে । তবে যকটুকু পারি এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
পরিশেষে তিনি এদেশের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানিয়েছেন।