2321
Published on জুন 1, 2020রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি দেশরত্ম শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে কর্মহীন অসহায় দুস্থ,হতদরিদ্র মানুষের এই দুঃসময়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্তর সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতার হাত বাড়িয়েছেন-অংকুর ইন্টারন্যাশনাল নামে একটি সামাজিক সংগঠন।
সংগঠনটি পীরগঞ্জ উপজেলার কর্মহীন অসহায় দরিদ্র ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। গত ২১ এপ্রিল মংগলবার ৪ নং কুমেদপুর ইউনিয়নে ২৪০ টি পরিবারের মাঝে খাদ্য বিতরনের কার্যক্রম উদ্বোধন করে গত ২২ এপ্রিল ১১নং পাঁচগাছি ইউনিয়নে ২২৫টি, ২৮ এপ্রিল বড়দরগাহ ইউনিয়নে ১৮০ টি, ৩০ এপ্রিল ৮ নং রায়পুর ইউনিয়নে ২২৫ টি, ২ মে ১০ নং শানেরহাট ইউনিয়নে ২২০টি, ৪ মে ৭ নং বড় আলমপুর ইউনিয়নে ২২৫ টি, ৬ মে ১২ নং মিঠিপুর ইউনিয়নে ২৬০ টি, ৯ মে ১৫ নং কাবিলপুর ইউনিয়নে ২৩৫ টি, ১২ মে ১ নং চৈত্রকোল ইউনিয়নে ২৫০ টি, ১৪ মে ১৩ নং রামনাথপুর ইউনিয়নে ৩৩৫ টি, ১৬ মে ৬ নং টুকুরিয়া ইউনিয়নে ২৯৩ টি, ১৭ মে ৫ নং মদনখালী ইউনিয়নে ২৩২ টি, ১৮ মে ২ নং ভেন্ডাবাড়ী ইউনিয়নে ২৬৮ টি, ২০ মে ১৪ নং চতরা ইউনিয়নে ২৪৫ টি পরিবারকে এবং সবশেষে গত ২৩ মে পীরগঞ্জ পৌরসভায় রিক্সা-ভ্যান-অটোরিক্সা শ্রমিকদের মাঝে ১০০ পরিবারসহ মোট ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন শেষ করেছেন খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,আটা, আলু ও মিষ্টি কুমড়া।
এসকল খাদ্য বিতরনে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহিদুল ইসলাম লালু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য নুরুল হক সানু, হাইফুজ্জামান ফুল, সাবেক সদস্য লুতফর রহমান, সাবেক সদস্য মিলন, সাবেক সদস্য সরোওয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এ জেড এম সেকেন্দার আলী মন্ডল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাদিদ জাহান সৈকত, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান ও সাবেক সভাপতি/সম্পাদকবৃন্দ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক সুধীর কুমার, উপজেলা শিক্ষক সমিতির বিশিষ্টজন ও হাজী বয়েন উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান খোকন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি মো: মন্টু মিয়া, দৈনিক বজ্রকথা পত্রিকার সম্পাদক সুলতান আহমেদ সোনা, সাংবাদিক আব্দুল্লাহেল বাকী বাবলু, সাংবাদিক সাহ মোহম্মদ সাদা,সাংবাদিক আকতারুজ্জামান রানা, সাংবাদিক শাহ্ মোঃ রেজাউল করিম, পৌর আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক পবিত্র কুমার পাল, প্রজাপাড়া কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি সুনীল পাল প্রমুখ।