১০,৬০০ পরিবারে ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যানের খাদ্য সহায়তা

2034

Published on মে 31, 2020
  • Details Image

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইমের নিজস্ব অর্থায়নে ১০ হাজার ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এর অংশ হিসেবে গত ২২ মে শুক্রবার উপজেলার ধানশাইল ইউনিয়নের কোচনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধানশাইল আলহাজ্ব হাজেরা আক্তারুজ্জামান কলেজ মাঠ সহ আরো বিভিন্ন স্থানে ৬০০ মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান নাইম বলেন, ঝিনাইগাতীর মানুষ আমাকে অত্যান্ত ভালবেসে, উপজেলা পরিষদ চেয়ারম্যান বানিয়েছেন। বর্তমানে দেশের করোনা ভাইরাস প্রাদুর্ভাবে, বেকার হয়ে পরা যারা দিন আনে দিন খায়, কর্মহীন ও দরিদ্র এ উপজেলার ১০ হাজার মানুষের দায়িত্ব নিয়ে তাদের খাদ্য সংকট নিরসনে আমার নিজস্ব অর্থায়নে ইতিপ‚র্বে উপজেলার ৭ ইউনিয়নের মধ্য ৬টি ইউনিয়নে দেয়া হয়েছে।

ধারাবাহিক ভাবে আজ ধানশাইল ইউনিয়নে ৬ শত পরিবারের মাঝে, বিতরণ করে, ৭ ইউনিয়নেই সম্পন্ন করা হলো। তিনি আরো বলেন, এ উপজেলার কোন মানুষ না খেয়ে থাকবেনা। কারো ঘরে খাদ্য সংকট থাকলে ম‚হুর্তে যে কোন সময় আমার সাথে যোগাযোগ করলে তা দেয়ার ব্যবস্থা নেব, এ দুর্দিনে তাদের পাশে থাকা আমার কর্তব্য। উপহার হিসেবে তাদের জন্য আমার ব্যক্তিগত ভাবে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম বেবিন, থানা আওয়ামীলীগ আইন বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা শ্রমীকলীগ সভাপতি মোঃ মিন্টু মিয়া, ধানশাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, ৭ নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত