1745
Published on মে 30, 2020মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব মো. গিয়াস উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার ৯ হাজার অসহায় ও দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী, শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন।
রবিবার (১৭ মে) দিনব্যাপী মিরসরাই পৌরসভার নাজিরপাড়ার নিজ বাড়িতে খাদ্য সামগ্রী ও শাড়ী, লুঙ্গি বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন গিয়াস উদ্দিন নিজেই।
এসময় তিনি বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদেরকে তাদের ইউনিয়নের অসহায়, দুস্থ্য, সিএনজি অটোরিক্সা চালক, ভ্যান চালক ও রিক্সা চালকদের জন্য খাদ্য সামগ্রী ও শাড়ী, লুঙ্গি বুঝিয়ে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি-৩ এর সাবেক পরিচালক দেলোয়ার হোসেন, হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল আলম, দুবাই প্রবাসী শাহাদাত হোসেন ভূঁইয়া, মিরসরাই পৌরসভার কমিশনার রহিম উল্ল্যাহ, মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন ভূঁইয়া, যুবলীগ নেতা দিদারুল ইসলাম সোহেল, ইমাম হোসেন, জিয়া উদ্দিন, আলা উদ্দিন আলো, ছাত্রলীগ নেতা শেখ আব্দুল আউয়াল তুহিন, মাইনুল ইসলাম মিল্টন, অভি রায় প্রমুখ।
মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন জানান, নেতাকর্মী ও মিরসরাইবাসীর ভালোবাসায় আমি রাজনীতিতে এতদূর এসেছি। বর্তমান করোনা সংকটকালে তাদের পাশে দাঁড়ানো আমার কর্তৃব্য। আমি করোনার কারণে কর্মহীন, অসহায় ও দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী, এছাড়া বিগত ২৫ বছরের ন্যায় ধারাবাহিকভাবে আমার ব্যক্তিগত উদ্যোগে এই রমজানেও শাড়ী, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করেছি। এবার মোট ৯ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শাড়ী, লুঙ্গি বিতরণ করি।