৪ হাজার পরিবারে ঈদ উপহার বিতরণ করেছেন জয়পুরহাট পৌরসভার মেয়র

2689

Published on মে 30, 2020
  • Details Image

দেশে চলছে মহামারি করোনার ক্রান্তিকাল। এ সময়ে লকডাউনে অচল দেশ। মানুষের কাজ নাই, খাবার নাই। অসহায় মানুষগুলো না খেয়ে দিন পার করছেন এমন সময় করোনাভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন, অসহায়, স্বল্পআয়ের মানুষের মাঝে শাড়ী-লুঙ্গিসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

রবিবার দুপুরে পৌরসভা চত্বরে স্বল্পআয়ের মানুষের মধ্যে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, 'প্রধানমন্ত্রী নির্দেশে করোনা পরিস্থিতির শুরু থেকে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে।' পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

তিনি আরও বলেন, 'পরিবার নিয়ে কষ্টে থাকা এই মানুষগুলোর কথা চিন্তা করে তাদের পাশে এই মুহূর্তে দাঁড়ানোকে একজন বিবেকবান মানুষের কাজ বলে মনে করি।করোনাভাইরাসের কারণে জয়পুরহাট পৌরএলাকায় কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি।'

করোনা পরিস্থিতিতে সৃষ্ট সঙ্কটে সাহায্য পেয়ে মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন অসহায় ও কর্মহীন মানুষরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত