2213
Published on মে 28, 2020প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ৪ হাজার মানুষের মাঝে ঈদ উপহার দিলেন ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।
শনিবার (২৩ মে) রাজধানীর সূত্রাপুর থানা এলাকার হেমেন্দ্র দাস রোডে অবস্থিত নিজ বাসা থেকে ৩০০ পরিবার ও সূত্রাপুর-গেণ্ডারিয়া থানা এলাকায় ৪০০ জনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেন গাজী সারোয়ার হোসেন বাবু। এর আগে গত শুক্রবার যাত্রাবাড়ী এলাকায় ৩০০ পরিবারকে ঈদ উপহার দেন তিনি।
ঈদ উপহার হিসেবে রয়েছে শাড়ি- লুঙ্গি ও পাঞ্জাবি। এ ছাড়া দুই কেজি করে পোলাও'র চাল, আট কেজি ভাতের চাল, এক লিটার তেল, দুই কেজি চিনি, দুই কেজি আলু, এক কেজি পিঁয়াজ, লাচ্ছি সেমাই, লাল সেমাই, গুড়াদুধ, ছোলা এবং খেজুর।
দেশে বৈশ্বিক মহামারি করোনার কারণে ছুটি ঘোষণার পর থেকে বিপাকে পড়া দিনমজুর, অসহায় মানুষের জন্য এ পর্যন্ত ১৩ দফায় চার হাজার মানুষের কাছে খাদ্য সামগ্রীর পৌঁছে দিয়েছেন গাজী সারোয়ার হোসেন বাবু। এ ছাড়া রমজানের প্রথম দিন থেকে প্রতি মধ্যরাতে পথবাসী, অসহায়, ছিন্নমূলের প্রায় তিন হাজার মানুষকে রান্না করা সেহরির খাবার পৌঁছে দিচ্ছেন। সন্ধ্যায় দিয়েছেন ইফতারও।