2121
Published on মে 28, 2020দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট লকডাউন পরিস্থিতিতে পড়া নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ০৭নং মুছাপুর ইউনিয়নের গরীব, অসহায়, নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের মাঝে নগদ অর্থ উপহার প্রদান এবং খাদ্য বিতরণ সহযোগিতার অংশ হিসেবে পৌরসভায় মেয়রের ত্রান তহবিলে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সদ্য সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ এর বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী।
গত ২১শে মে, বৃহস্পতিবার সকালে ০৭নং মুছাপুর ইউনিয়নের দলীয় ১৫০ জন নেতা-কর্মীর মাঝে উপহারের অর্থ নগদ ১,৭৫,০০০/- (এক লাখ পঁচাত্তর হাজার) টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এছাড়াও এর দু'দিন আগে ১৯ মে, মঙ্গলবার লকডাউন পরিস্থিতিতে পড়া অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদানের অংশ হিসেবে বসুরহাট পৌরসভা মেয়রের ত্রান তহবিলে আইয়ুব আলী'র পক্ষ থেকে নগদ ১,০০,০০০/- ( এক লক্ষ) টাকা প্রদান করা হয়।
এ উদ্বোধন কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূরনবী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবদুল্লাহ আল মামুন, মুছাপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আহছান উল্যাহ ভুট্টো মেম্বার, সহ-সভাপতি আবুল মোবারক মানিক, সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম-সম্পাদক ফরহাদ হোসেন বাবলু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন খোকন, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও দেশে লকডাউন পরিস্থিতির শুরুতে গত ০৪ঠা এপ্রিল, শুক্রবার আইয়ুব আলীর নিজস্ব অর্থায়নে ০৭ নং মুছাপুর ইউনিয়নের চার শতাধিক অসহায় এবং নিন্ম আয়ের মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা নূরনবী বাবুল এর বাড়ির প্রাঙ্গনে এ খাদ্য উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
নগদ অর্থ উপহার প্রদান এবং নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে আইয়ুব আলী বলেন, জননেতা ওবায়দুল কাদের এমপি'র নির্দেশনায় এবং নোয়াখালীর বসুরহাট পৌরসভার জননন্দিত মেয়র আব্দুল কাদের মির্জা ভাইয়ের পরামর্শক্রমে আমি আমার নিজ জন্মস্থান ০৭ নং মুছাপুর ইউনিয়নের সাধারণ মানুষ এবং দলীয় নেতা-কর্মীদের সহযোগীতার জন্যে কাজ করে যাচ্ছি এবং লকডাউন পরিস্থিতি মোকাবেলায় সামনের দিন গুলোতেও আমার তরফ থেকে সকল প্রকার সহযোগীতা অব্যাহত থাকবে।