1941
Published on মে 28, 2020করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট নিরসনে লালমনিরহাটের পাটগ্রাম-হাতীবান্ধা আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সহযোগীতায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে ৩৫০০ শ্রমিকের মাঝে ১০ কেজি চাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়।শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ১৫০০ শ্রমিককে ও হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২০০০ শ্রমিকের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ ব্যাপারে মোতাহার হোসেন এমপি বলেন, করোনাভাইরাস থেকে মুক্তি পেতে সরকারের নির্দেশনা মেনে সঙ্গরোধ ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। অসহায়দের খাবারের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপহার হিসেবে খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে। এছারা প্রতিনিয়ত অসহায় কর্মহীনদের পাশে গিয়ে দাড়াচ্ছি।এ সময় উপস্থিত ছিলেন, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী রংপুর বিভাগের ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।