১০ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন ঠাকুরগাঁও-২ এর সাংসদ

1950

Published on মে 28, 2020
  • Details Image

ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব দবিরুল ইসলামের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে হটলাইন চালু করে বিনা মূল্যে অসহায় ও দরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

শনিবার (২৩ মে) দুপুরে এক বিশেষ সাক্ষাৎকারে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন একথা জানান।

জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেন, বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের কারণে আজকে জনজীবন স্থবির হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে থাকার নির্দেশ দিয়েছেন এবং তিনি দেশের প্রতিটি জেলা ও উপজেলায় অসহায় ও কর্মবঞ্চিত মানুষদের মাঝে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠিয়ে দিচ্ছেন।

ইতিমধ্যে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলামের নির্দেশনায় বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলায় প্রায় ১০ হাজার পরিবারের মাঝে এমপি মহদয়ের পক্ষ থেকে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এটি আমাদের চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়া আমাদের অব্যাহত থাকবে।

তিনি বলেন, এছাড়াও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও জিনিসপত্র বিতরণ শুরু করা হয়েছে। এই ঈদ উপহার ঈদের আগের দিন পর্যন্ত বিতরণ করা হবে।

সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেন, সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলামের পক্ষ থেকে একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে। ০১৭১১-৫৫৯১৯১ এই নাম্বারের কল দিলেই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, খাদ্য সামগ্রী বিতরণ আমাদের চলমান থাকবে। আমরা চাই যে মানুষ বাড়িতে থাকুক। কারণ করোনা ভাইরাস এমন একটি ভাইরাস যে ভাইরাসের ঔষধ এখন পর্যন্ত বের হয়নি। তাই যতটা সম্ভব ঘরে থাকা যায়। ঘরে থাকলেই আমরা নিরাপদ থাকবো। এছাড়া আমাদের মাঝে এখন বিকল্প কোন পথ নেই। তাই তিনি সকলকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যারা ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে বাড়িতে এসেছেন আপনারা অন্তত ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। এবং কারও মধ্যে যদি কোন জ্বর সর্দি বা কাশি দেখা দেয় তাহলে তাদের বিতরণকৃত লিফলেটে চিকিৎসকের নাম্বারে যোগাযোগ করে চিকিৎসা নিতে বলেন তিনি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত