1757
Published on মে 28, 2020করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই লকডাউনে কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষের জন্য সাধ্যমত করে যাচ্ছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন প্রশাসক আসাদ উদ্দিন আহমদ।
সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল ফিতরের দিনও চৌহাট্টা, রিকাবীবাজার, দরগা গেইটসহ নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ৪০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন তিনি। খাবারের মধ্যে ছিল সেমাই, পরোটা এবং ফলের জুস।
এ ব্যাপারে আসাদ উদ্দিন আহমদ বলেন, করোনা মহামারির কারণে হতদরিদ্র ও কর্মহীন অনেক মানুষ এবার ঈদের দিন মিষ্টিমুখ করতে পারবে না। এই কথা চিন্তা করে আমি দরিদ্র ও অসহায় প্রায় ৪০০ মানুষের জন্য বাসায় খাবার রান্না করার ব্যবস্থা করি এবং সেগুলো প্যাকেট করে নগরীর বিভিন্ন এলাকায় বিতরণ করেছি।
উল্লেখ্য, গত ২৩ মার্চ থেকেই ব্যক্তিগত উদ্যোগে মানুষের সহায়তায় নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।