1883
Published on মে 27, 2020পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবন, চিনি, সেমাই, শাড়িসহ ঈদ সামগ্রী বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।
নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলার ১৯টি ইউনিয়নের চার হাজার মানুষের মাঝে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে বারহাট্টা অডিটরিয়ামে ও বাড়ি বাড়ি গিয়ে এসব বিতরণ করা হয়। এসময় সাথে ছিলেন মন্ত্রী পত্নী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনাসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে বুধবার নেত্রকোনা পৌরসভা ও সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের এক হাজার দরিদ্র মানুষের মাঝে মোক্তারপাড়া মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় জেলা রেডক্রিসেন্টের সদস্যরা নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিবেশনে সহায়তা করেন।