নেত্রকোনায় ৫ হাজার পরিবারে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহায়তা

1883

Published on মে 27, 2020
  • Details Image

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবন, চিনি, সেমাই, শাড়িসহ ঈদ সামগ্রী বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।

নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলার ১৯টি ইউনিয়নের চার হাজার মানুষের মাঝে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে বারহাট্টা অডিটরিয়ামে ও বাড়ি বাড়ি গিয়ে এসব বিতরণ করা হয়। এসময় সাথে ছিলেন মন্ত্রী পত্নী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনাসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এর আগে বুধবার নেত্রকোনা পৌরসভা ও সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের এক হাজার দরিদ্র মানুষের মাঝে মোক্তারপাড়া মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণের সময় জেলা রেডক্রিসেন্টের সদস্যরা নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিবেশনে সহায়তা করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত