978
Published on মে 26, 2020চাঁদপুরের কচুয়ায় ১২টি ইউনিয়ন ও পৌরসভায় কর্মহীন, দুস্থ ও নিম্ন আয়ের এক হাজার ৮০০টি পরিবারে দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী ও বস্ত্র পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ
ড۔ সেলিমের মাহমুদের পক্ষে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী ও বস্ত্র পৌঁছে দেন।
এর মধ্যে ১৩০০ ব্যাগ খাদ্যসামগ্রী ও ৫০০টি শাড়ি রয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও দুধ। গত মাসেও কচুয়ায় ১৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন ড۔ সেলিম।
এ সময় কলেজের উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন মোল্লা, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন, আহসান হাবিব জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিব মজুমদার জয়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।