1098
Published on মে 26, 2020ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন ৩০ হাজার খাদ্য সামগ্রী ও ২০ হাজার রোজাদারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। যার কারণে ঢাকা-৫ আসনের সাধারণ মানুষের মনে অনেকটা জায়গা করে নিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এই নেতা।
জানা যায়, চলমান মহামারী করোনাভাইরাস সংক্রমণের প্রথম থেকে মহানগর দক্ষিণের বিভিন্ন থানায় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কর্মহীন ১৫ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কামরুল হাসান রিপন। এ ছাড়াও তিনি করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে ঢাকা-৫ আসনের অসহায় ৯ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এর মধ্যে মাহে রমজান শুরু হলে ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী থানার বিভিন্ন ওয়ার্ড এবং পুরান ঢাকার লালবাগ, গেন্ডারিয়া, সূত্রাপুর, ওয়ারী এলাকায় পুরো ৩০ রমজান নিয়মিত ২০ হাজার রোজাদার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এরই মধ্যে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-৫ আসনের ৬ হাজার অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন রিপন। ঈদ সামগ্রীতে প্রতিটি পরিবারের জন্য দেওয়া হয়- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই,১টি করে বড় মুরগী, হ্যান্ড স্যানিটাইজার।
এ প্রসঙ্গে কামরুল হাসান রিপন বলেন, করোনাভাইরাস সংক্রমণের প্রথম থেকে ঢাকা-৫ আসনে এবং মহানগর দক্ষিণের বিভিন্ন থানায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নিয়মিত ত্রাণ দিয়ে আসছি। এতে আমরা ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী, গেন্ডারিয়া, সূত্রাপুর, লালবাগ, মতিঝিল ও শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় ঈদ উপহার দিয়েছি।'
তিনি আরো বলেন, ঢাকা-৫ আসন আমার নিজের এলাকায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী দিয়েছি ৯ হাজার পরিবারের মধ্যে। এ ছাড়া ৬ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহারও দিয়েছি এবং রোজা শুরুর দিন থেকে পুরো ৩০ রমজান পর্যন্ত প্রায় ২০ হাজার পরিবারকে ইফতার দিতে পেরেছি আমরা।