967
Published on মে 26, 2020বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া ঈদ খাদ্যসামগ্রী ৬০ বিধবা নারীর মধ্যে বিতরণ করা হয়েছে। উক্ত ঈদ খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
মঙ্গলবার (২৬ মে) বেলা ১২টায় আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে উম্মুক্ত মাঠে ৬০ বিধবা নারীকে জনপ্রতি ১০ কেজি চাল, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই, তিন কেজি আলু, এক কেজি লবণ, ২০০ গ্রাম গুঁড়াদুধ ও আধা লিটার তেল বিতরণ করা হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ খাদ্য সহায়তা চাল, আলু, তেল, চিনি, সেমাই, লবণ ও গুঁড়া দুধ ৬০ জন বিধবা নারীর মধ্যে বিতরণ করা হয়েছে।