1150
Published on মে 26, 2020করোনা ভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণের কারণে অসহায় হয়ে পড়া ইসলামী ফাউণ্ডেশন কতৃক পরিচালিত শিশু ও গণশিক্ষা শিক্ষকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন নাটোর-১ এর (লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
শনিবার ( ১৬মে) দুপুরে নাটোরের বাগাতিপাড়ায় পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রীতে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, এবং ২ প্যাকেট করে সেমাই ও দুধ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, দলিল লেখক সমিতির সভাপতি আনিছুর রহমান এবং স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপহার সামগ্রী বিতরণের সময় এমপি বকুল বলেন, অসহায় মানুষের জন্য আমার চারটি মোবাইল হট নম্বর চালু করা আছে ফোন করা মাত্র ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা আপনাদের বাড়ীতে খাবার পৌঁছে দিয়ে আসবে।
এর আগের দিনে স্থানীয় খ্রিস্টান পল্লীতে ৫০ পরিবারে খাদ্য সহায়তা দিয়েছেন শহিদুল ইসলাম বকুল।