4356
Published on মে 26, 2020গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সাংসদ মুহাম্মদ ফারুক খানের পক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন তার মেয়ে কানতারা খান।
শনিবার (১৬ মে) সকাল থেকে মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পৌর সভা, খান্দারপাড়, বেজড়া-ভাটরাসহ বিভিন্ন স্থানে ৩০০০ এর বেশি মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
এর আগে ৫ মে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ৫শ’ প্রতিবন্ধী পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
শাড়ি ও লুঙ্গি বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শেখ আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদারসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, কাশিয়ানী উপজেলার রাজপাটসহ বিভিন্ন ইউনিয়নে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন কানতারা খান। এসময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।