শিবচরে ২,৪৫০ পরিবারে খাদ্য সহায়তা দিয়েছেন বন্দরখোলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক

1426

Published on মে 26, 2020
  • Details Image

বন্দরখোলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খান সাদ্দাম এর নিজস্ব অর্থায়নে ২হাজার ৪শ ৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তার নিজ বাসভবনের সামনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো: শামসুদ্দিন খান। 

এ সময় শিবচর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ৩ ইউনিয়নের সমন্বয়ক মো: খায়রুজ্জামান খানসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

বন্দরখোলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খান সাদ্দাম বলেন, শিবচরের ৬ বারের সফল সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের নির্দেশনায় আমার নিজস্ব অর্থায়নে বন্দরখোলা ইউনিয়নের প্রায় ২হাজার ৪শ ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ২ থেকে ১২ বছর বাচ্চাদের জন্য শার্ট ১হাজার ৫শ পিছ, মহিলাদের জন্য শাড়ি কাপড়, থ্রি পিছ ৫শ পিছ, ৪শ পরিবারের জন্য সেমাই, সুজি, চিনি, দুধ ও ৫০ পরিবারের হাতে কিছু নগদ টাকা দেওয়া হয়। অতিথিবৃন্দদের বিতরণের শেষে বাকি ঈদ উপহার সামগ্রী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে আমি নিজেই বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও দুস্থ পরিবারের হাতে এ ঈদ উপহার সামগ্রী তুলে দেই।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত