3167
Published on মে 24, 2020পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় তাঁর নিজ তহবিল থেকে ৬২৭টি মসজিদের এবং দেলদুয়ার উপজেলায় ৪৯৬ ইমাম এবং ৫০ জন আনসার সদস্য, ৭৬ জন গ্রাম পুলিশ এবং ১০০ জন বয়স্ক ও বিধবা মহিলাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে উপহার স্বরুপ দেয়া হয়েছে। শনিবার (২৩ মে) সকালে নাগরপুর ও দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর বাবা আলহা্জ মকবুল হােসেন প্রেরিত ঈদ উপহার প্রদান করেন দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, এ সময় তারা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মােকাবেলায় ইমামদের ভূমিকার জন্য তাদের ধন্যবাদ জানান। পরে ইমাম,গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের প্রত্যেকের হাতে নগদ ১ হাজার টাকা তুলে দেন।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক উজ্জ্বল হােসেন মোল্লা বলেন, "আমাদের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর বাবা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য ইমামদের কথা চিন্তা করে তাদের জনা উপহার স্বরপ নাগরপুর- দেলদুয়ার প্রত্যেকটি মসজিদের ইমামদের ঈদ উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন। আজ নাগরপুর ও দেলদুয়ার উপজেলার মোট ১১২৩ টি মসজিদের ইমাম ও ৫০ জন আনসার সদস্য, ৭৬ জন গ্রাম পুলিশ এবং ১০০ জন বয়স্ক ও বিধবা মহিলাদীর মাঝে ১৩ লক্ষ ৪৯ হাজার টাকা প্রদান করা হল। আলহাজ মকবুল হােসেনের নিজ হাতে আপনাদের এ উপহার দেয়ার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি" । এলাকার আরো দুস্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয় ১ লক্ষ ৫১ হাজার টাকা।
ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে নাগরপুর উপজেলায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার মাঈন উদ্দিন, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন খান প্রমুখ।
দেলদুয়ার উপজেলায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক,সাধারন সম্পাদক লায়ন এম. শিবলী সাদিক সহ-সভাপতি এস-প্রতাপ মুকুল, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান খান মাসুদ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ।