ঈশ্বরগঞ্জে ১২৫০ পরিবারে উপজেলা চেয়ারম্যানের সহায়তা

980

Published on মে 24, 2020

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার পৌরসভার ১ হাজার ২৫০টি পরিবারে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

করোনাভাইরাস ইস্যুতে কর্মহীন অসহায় পরিবারের মানুষের ঈদ উদযাপনের জন্য ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। শনিবার বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও রহমতগঞ্জ এলাকার একটি মিলের মাঠে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার, থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত