919
Published on মে 24, 2020ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় নিজের ফিসারীর লিজের টাকায় করোনা মোকাবেলায় ঈদ উপহার সামগ্রী দিয়েছেন তারাকান্দা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস। গতকাল শুক্রবার গভীর রাত ও গতকাল শনিবার সকালে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্দেশনায় অসহায় পরিবারের বাড়ীতে গিয়ে পৌঁছে দেওয়া হয় এসব ঈদ উপহার। কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক হতদরিদ্র, দিনমজুর, অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী দেওয়া হয়।
জানা যায়, শিবু চন্দ্র দাস নিজের ফিসারীর লিজের টাকা হতে প্রায় দুইশতাধিক পরিবারকে, চাল, ডাল, আলু, চিনি, তেল, সাবান, সেমাই কিনে ২০০ প্যাকেট করে এ সব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রব সরকার, উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। ছাত্রলীগ নেতার এমন মানবিক কাজের জন্য নিজ উপজেলায় সাধারণ মানুষের প্রশংসা পেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে শিবু চন্দ্র দাস জানান, করোনার কারণে নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উল-ফিতরের আনন্দ উপভোগ করার জন্য আমার এ কার্যক্রম। আমার এ উদ্যোগ ঈদের আগ মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে।