2479
Published on মে 24, 2020পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম এ আউয়াল এর উদ্যোগে চলমান কোভিড-১৯ করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত পিরোজপুর জেলায় ২১ হাজার পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আহবানে উপহার খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে বিতরন করা হয়েছে।
একে এম এ আউয়াল পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক ও স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে এই উপহার খাদ্য সামগ্রী মানুষ মাঝে পৌঁছান।
পিরোজপুর সদর, নাজিরপুর, স্বরূপকাঠি, ইন্দুরকানী এবং মঠবাড়িয়া খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি একেএমএ আউয়াল বলেন, মমতাময়ী নেত্রী,মাননীয় প্রধানমন্ত্রী জনোনেত্রী শেখ হাসিনা যেভাবে দুর্যোগ মোকাবেলা করছেন তা অত্যন্ত প্রশংসনীয়,প্রধানমন্ত্রীর নির্দেশ দুঃস্থ ও অসহায় মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এবং পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।