৫২০০ মানুষের মাঝে সহায়তা বিতরণ করেছেন পার্বত্যমন্ত্রী

1430

Published on মে 24, 2020
  • Details Image

বান্দরবানে করোনা প্রভাবে থাকা কর্মহীন,অসহায় ও দুস্থ মানুষের মাঝে দিনব্যাপী ত্রাণ তৎপরতা চালিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শনিবার (২৩ মে) সকালে বান্দরবান পৌরসভার পক্ষে ৪ হাজার, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্দ‌্যেগে ২‘শ এবং বিকেলে রাজারমাঠে মন্ত্রীর নিজ উদ্যােগে ১হাজার‘সহ মোট ৫হাজার ২‘শ জনের মাঝে সামাজিক দূরত্ব মেনে ঈদ সামগ্রী ও ত্রাণ তৎপরতা চালান।

এসময় পার্বত্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবন ও জীবিকার কথা বিবেচনা করে নানা পদক্ষেপ গ্রহণ করছে। এই পরিস্থিতিতে সকলকে মিলে করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলা করার জন্য অবদান রাখার আহ্বান জানান।

ত্রাণ তৎপরতা চালানোর পাশাপাশি মন্ত্রী জনগণকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানান।

এসময় বান্দরবান জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সারোয়ার, বান্দরবান সরকারি কলেজের অধ‌্যক্ষ প্রফেসর মকছুদুল আমিন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি রাজু বড়ুয়াসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবর্গ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত