1104
Published on মে 24, 2020মোল্লাহাটে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের পক্ষ থেকে উপজেলার এক হাজার মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার চরকুলিয়া লায়লা আজাদ কলেজ মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ মানবিক সহায়তা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল পেঁয়াজ, আলু, লবণ, সেমাই, চিনি। করোনা পরিস্থিতিতে এ খাদ্য সামগ্রী পেয়ে খুশি হয়েছেন মুক্তিযোদ্ধা পরিবার।
উপজেলার চরকুলিয়া লায়লা আজাদ কলেজ মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা ও উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন।
 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            