905
Published on মে 23, 2020জননেত্রী শেখ হাসিনার নির্দেশমত মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাইমের ব্যবস্থাপনায় করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। সেই সাথে এই কার্যক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনদের সাথে নিয়ে এ কার্যক্রম চলমান রেখেছে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ।
এর ধারাবাহিকতায় শনিবার (২৩ মে) দলের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে প্রধান অতিথি ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় কে বিশেষ অতিথি করে এই কার্যক্রম পরিচালনা করা হয়। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া'র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সমাজকল্যান বিষয়ক সম্পাদক নাফিউল করিম নাফা, মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন সহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর ছাত্রলীগ ও এর অন্তর্ভুক্ত সকল ইউনিটের নেতাকর্মীরা।