2123
Published on মে 23, 2020মানিকগন্জ ২ সংসদীয় আসনের সংসদ সদস্য মমতাজ বেগম তার সংসদীয় আসনে কৃষকদের সুবিধার জন্য ৫ টি ধান কাটার মেশিন (কম্বাইন হারভেস্টার) হস্তান্তর করেন যার প্রতিটির মূল্য ৩০ লক্ষ ৫০ হাজার টাকা।
গৃহস্থদের বসত বাড়িতে সবজি চাষের জন্য ৫’শ পরিবারের মধ্যে বীজ বিতরণ করেন।
মৎস্য অধিদপ্তরের আওতায় সিআইজি চাষীদের প্রদর্শনী পুকুরের ২২ জন চাষীর মধ্যে মৎস্য উপকরণ বিতরণ করা হয়।
কোভিড ১৯ প্রতিরোধ ও চলমান ত্রান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে জেলা প্রশাসনের সাথে নিয়মিত মতবিনিময় সভা চলমান রেখেছেন।
তিনি তার আসনের সিংগাইর, হরিরামপুর এবং সদরের আংশিক অংশে নিয়মিত ত্রান কার্যক্রম করছেন। এই পর্যন্ত ১৭ হাজার পরিবারের মধ্যে ত্রান এবং নিত্য প্রয়োজনীয় খাবার এবং শাক সব্জী, মাছ বিতরন করেছেন। রমযান মাস উপলক্ষে নিয়মিত ইফতারী বিতরন করছেন এলাকাবাসীর মধ্যে। আরও ত্রান চলমান আছে। ঈদ উপলক্ষে প্রাথমিকভাবে ১৫ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার দেয়ার কার্যক্রম সকল ইউনিয়নে শুরু করা হয়েছে।
মাননীয় সংসদ সদস্য জনাব মমতাজ বেগম এর পক্ষ হতে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পি,পি,ই এবং স্বাস্থ্যসম্মত মাস্ক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লার কাছে ১০০ সেট পিপিই, মাস্ক এবং স্যানিটাইজার হস্তান্তর করেন।
তার এই কার্যক্রমের সাথে স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সকল সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহন করছেন।