843
Published on মে 23, 2020মুন্সীগঞ্জে একদিনে সাড়ে ১২ হাজার কর্মহীন পরিবারের ঘরে ঘরে ঈদ উপহার পৌছে দিলেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন।
শুক্রবার (২২ মে) সকাল থেকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে করোনা পরিস্থিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে এসব খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।
এতে ঈদ উপহারের মধ্যে ছিল ৫ কেজি চাল, গুরো দুধ,তেল,পেয়াজ , লবন ,দুই প্রকার সেমাই সহ অন্যান্য খাদ্য সামগ্রী।
এছাড়াও তিনি দেশে করোনা প্রার্দ‚ভাব সৃষ্টির শুরু থেকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে দৈনন্দিন কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষের বাড়ী বাড়ী গিয়ে নিজ হাতে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন।
এ সময় এতে আরো উপস্থিত ছিলেন.জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ, পৌর এলাকার বিভিন্ন কাউন্সিলর সহ আরো অনেকে।