2259
Published on মে 22, 2020করোনাভাইরাসের সংকটে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ মহানগর যুবলীগ। শুক্রবার দুপুরে নগরীর ২৭ নাম্বার ওয়ার্ডে প্রায় তিন হাজার মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীতে ছিল চিনি, সেমাই ও নুডুলস।
এসব খাদ্য সামগ্রী তুলে দেন সিটি মেয়র ইকরামুল হক টিটু ও যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুল মান্নান, ওয়ার্ড কাউন্সিলর শামসুল হক, স্থানীয় মসজিদুল আমানের ইমাম মোহাম্মদ শাহাবুদ্দিন এবং মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।
ঈদ উপহার বিতরণকালে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মেয়র টিটু বলেন, যতদিন করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকবে ততদিন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মানবতার সেবায় নিয়োজিত থাকবে। কারণ বর্তমান সরকার অসহায়দের পাশে থাকতে বদ্ধ পরিকর।
যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে করোনা থাবা হানার পর থেকেই কর্মহীন, অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শুরু থেকেই থাকার চেষ্টা করেছি। সামনের দিনগুলোতেও মহানগর যুবলীগ অসহায়দের পাশে থাকবে।
জানা যায়, করোনা সংকটের শুরু থেকেই শাহীনুর রহমান নিজ অর্থায়নের পাশাপাশি সংগঠনের উদ্যোগে ২৫ হাজার মানুষকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।