ঘূর্ণিঝড় আম্পান পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে সারা দেশে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায়

2245

Published on মে 22, 2020
  • Details Image

সুপার সাইক্লোন আম্পানের আঘাতে সারাদেশে প্রায় দেড় কোটি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ বিভাগের তড়িৎ তৎপরতায় দেশের প্রায় সব অঞ্চলেই আবারো বিদ্যুৎ পুন:সংযোগের কাজ শেষ হয়েছে।

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ঝড়ের পরেই বৃহস্পতিবার সকালে তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ ও এর কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্রুত বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেন। বৈঠকে অংশ নেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পিজিসিবি, আরইবি, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিওপিজিসিএল) বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকায় চব্বিশ ঘন্টার মধ্যে বিদ্যুতায়নের ব্যবস্থা নিন। উৎপাদন, বিতরণ ও সঞ্চালনের মধ্যে সমন্বয় করে কাজ করুন। প্রয়োজনে মন্ত্রণালয়ের সহায়তা নিন।

বিতরণ সংস্থাগুলো থেকে প্রাপ্ত তথ্য মতে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা, নাটোর ও বগুড়াতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এসব অঞ্চলে বিদ্যুৎ বিতরণ করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। এর মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আরইবি।
আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মঈন উদ্দিন জানিয়েছেন শুক্রবার বিকেল ৪টা নাগাদ সারা দেশে আরইবির ৯২ শতাংশ ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হয়েছে। সেখানে বিদ্যুৎ সংযোগও পেয়েছেন গ্রাহকরা। শুক্রবার রাতের মধ্যেই ক্ষতিগ্রস্ত ৯৯ শতাংশ লাইন মেরামতের কাজ শেষ হবে বলে জানান তিনি।
আরইবির পর সবচেয়ে ক্ষতি বিতরণ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: ওজোপাডিকো এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি: -নেসকো।

ওজোপাডিকো খুলনা এবং বরিশাল বিভাগের ২১টি জেলা এবং ২০টি উপজেলায় বিদ্যুৎ বিতরণ করে থাকে। ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী আবু হাসান জানিয়েছেন ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ ৯৯ শতাংশ শেষ হয়েছে শুক্রবার বিকেল নাগাদ। রাতের মধ্যেই শতভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

নেসকো লি: এর প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ জানিয়েছেন রাজশাহী বিভাগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শতভাগ শেষ হয়েছে। রংপুর বিভাগের কাজও ৯৫ শতাংশের উপরে শেষ হয়েছে। বাকিগুলো দ্রুততম সময়ের মধ্যেই সম্পন্ন হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-বিপিডিবির বিতরণ অঞ্চলে বৃহস্পতিবার সকাল থেকেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।
ঢাকার দুটি বিতরণ সংস্থা ডেসকো এবং ডিপিডিসিতে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে কোন ক্ষয়-ক্ষতি হয়নি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত