চরফ্যাশনে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন সাংসদ

1425

Published on মে 22, 2020
  • Details Image

সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে চরফ্যাশন উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষে এ ত্রাণসামগ্রী বিরতণ করা হয়।

এমপি জ্যাকবের নির্দেশে মানুষ মানুষের জন্য কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে চরফ্যাশনের কৃতি সন্তান মো. শরীফুল ইসলাম, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক হায়াত আলী চৌধুরী রিজভী ও সাধারণ সম্পাদক প্রভাষক আল-আমীন এ ত্রাণ বিতরণ করেন। তারা জিন্নাগড় ও চর মাদ্রাজ ইউনিয়ন ও চরমানিকা ভেঁড়ীবাধ এলাকার বিধ্বস্ত পরিবার খুঁজে খুঁজে পায়ে হেটে ভ্যান গাড়ি দিয়ে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

শুক্রবারেও ত্রাণ সহায়তা অব্যাহত রাখেন সাংসদ

মাদ্রাজ বেঁড়িবাধের মরিয়ম বিবি বলেন, ঘর ভাঙআর পরে ভোর হতে না হতেই এমপি জ্যাকব ভাইয়ের ত্রাণ পাইছি। আমরা খুবই খুশি। এ ছাড়াও এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সকল ক্ষতিগ্রস্থ্যদের দ্রুত তালিকা খাদ্যসামগ্রী পৌঁছানোরা সর্বত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান উপজেলা ছাত্রলীগ সভাপতি হায়াত আলী চৌধুরী রিজভী।

উল্লেখ্য, আম্পানে চরফ্যাশনের বিছিন্নদ্বীপ ঢালচর, কুকরি-মুকির ও মজিব নগর ইউনিয়নসহ উপজেলার বেশ কয়েকটি গ্রামের শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত