1307
Published on মে 22, 2020করোনা ভাইরাস সংক্রমণের কারণে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে নেত্রকোণা জেলার সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ। প্রথম রমজান থেকে সাতাশ রমজান পর্যন্ত ব্যাক্তিগত উদ্দোগে ধানমন্ডি, জিগাতলা এলাকার নিন্মবিত্ত অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছেন তিনি। ২০০০ মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছেন তিনি।
সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ বলেন, করোনা ভাইরাসের কারনে নিম্নআয়ের খেটে খাওয়া অসহায় মানুষগুলো অনেকে সারাদিন রোজা রেখে ইফতার করতে পারছেনা, সাধ্য অনুযায়ী চেষ্টা করছি তাদের জন্য।
উল্লেখ্য যে, সারাদেশে কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। কোথাও কোথাও ব্যক্তিগত পর্যায়ে গরিব মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরন করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।