2347
Published on মে 20, 2020করোনা দুর্যোগ শুরু হওয়ার পর থেকে চট্টগ্রামের লোহাগড়া ও সাতকানিয়া উপজেলায় ত্রান সামগ্রী বিতরন করে চলেছেন। তারই ধারাবাহিকতায় এবার লোহাগড়া উপজেলার অসহায় দুস্থ মানুষের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
লোহাগড়া উপজেলার ৯টি ইউনিয়নের মুক্তিযোওদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের অসহায় দুস্থ মানুষের মাঝে এই ত্রান সামগ্রী বিতরন করা হবে।
দুর্যোগ কাটিয়ে ওঠা পর্যন্ত দরিদ্র অসহায় মানুষের পাশে থাকবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।