3192
Published on মে 20, 2020বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা প্রতিবন্ধী খেলোয়াড়দের কাছে উপহার সামগ্রী পাঠিয়েছেন। এই খেলোয়াড়দের সবাই হুইলচেয়ার ক্রিকেটার।
আজ বুধবার লোহাগড়া উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে এসকল উপহার সামগ্রী খেলোয়াড়দের মাঝে বিতরণ করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের বাসিন্দা, হুইলচেয়ার ক্রিকেটের সংগঠক ও খেলোয়াড় দেলোয়ার হোসেন জানান, আমরা আমাদের প্রতিবন্ধকতাকে জয় করে আপন শক্তিতে ক্রিকেট খেলে যাচ্ছি। ক্রিকেটার হিসেবে এটি আমাদের সৌভাগ্য যে, আমাদের এলাকার সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার মতো একজন বিশ্ববরেণ্য ক্রিকেটার।
এসময় সকল প্রতিবন্ধী খেলোয়াড়দের পক্ষ থেকে সাংসদ মাশরাফি বিন মর্তুজাকে ধন্যবাদ জানান দেলোয়ার হোসেন।
উল্লেখ্য, করোনা মহামারির শুরু থেকে মাশরাফী বিন মোর্ত্তজা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তার উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।