প্রায় ২০০০ ইমাম-পুরোহিতের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন ভোলা-১ আসনের সাংসদ

1707

Published on মে 20, 2020
  • Details Image

ভোলার জেলা সদরের বিভিন্ন মসজিদের ১ হাজার ৮৪০ জন ইমাম, মুয়াজ্জিন ও মন্দিরের ১০০ পুরোহিতের মধ্যে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উদ্যোগে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

রোববার (১৭ই মে) দুপুরে সদর উপজেলা চত্বরে ত্রাণ বিতরণকালে অনলাইনে বক্তব্য রাখেন তিনি।

বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, দেশে করোনার মহাদুর্যোগ চলছে। এ সময় সমাজের অনেক সম্মানিত ব্যক্তিরা কারো কাছে হাত পাততে পারেন না। তারা কষ্টে থাকেন। তাদের গোপনে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, বর্তমান মহাদুর্যোগ মোকাবেলায় কাজ করতে যাদেরই দায়িত্ব দেয়া হোক না কেন মূলত কাজ করছেন জনপ্রতিনিধিরা। তাই প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর ত্রাণ সঠিকভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। তা হলে মানুষের কষ্ট থাকবে না।

তিনি জানান, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের নিজ অর্থায়নে উপহারসামগ্রীও বিতরণ করা হয়। এর আগে ৩০ হাজার পরিবারকে ব্যক্তিগত উপহার দেয়া হয়। আরও ১০ হাজার পরিবারকে ঈদ উপহার দেয়া হচ্ছে।

ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সম্মানিত ব্যক্তি। আপনাদের পাশে যেমনি আমি সব সময় থাকছি, তেমনি আমার দল থাকছে। গত দুই মাস আমি ও আমার নেতাকর্মীরা যেভাবে জেলা সদরে মানুষের জন্য কাজ করছি। তেমনি ভোলা-২ আসন দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিনে নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরায় কাজ করছেন সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তাদের কাজ করার জন্য শুভেচ্ছা জানান তোফায়েল আহমেদ।

সাবেক এই মন্ত্রী নেতাকর্মী ও জনগণের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মেনেই কঠিন বিপদ মোকাবেলা করতে হবে। বর্তমান পরিস্থিতিতে অনেকে বেকার হয়ে পড়েছেন, কাজ নেই, তাদের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হামিদুল হক বাহালুল, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলাদর, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. ইউনুছ, খলিফাপট্টি মসজিদের খতিব মাওলানা মজিদ উদ্দিন, দিদার মসজিদের ইমাম মাওলানা তাজ উদ্দিন আহম্মেদসহ ইমাম-মুয়াজ্জিন নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত