900
Published on মে 20, 2020নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সোনারগাঁ থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু এর উদ্যোগে ১৫ই মে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানা এর সনমান্দি ইউনিয়নে ৬০০ পরিবারে চাউল, আটা, ছোলা ও সয়াবিন তেল উপহার সামগ্রী বিতরণ করেন।
এর আগে ১২ই মে সোনারগাঁ থানা এর কাঁচপুর ইউনিয়নে ৬০০শত পরিবারে চাউল,আটা,ছোলা ও সয়াবিন তেল উপহার সামগ্রী বিতরণ করেন।
শুক্রবার ত্রাণ বিতরনকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা আওয়ামী লীগ সহ সনমান্দি ইউনিয়ন আওয়ামী লীগ এর ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাগন এবং ছাত্রলীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তাদেরকে সাথে নিয়েই এ কাজ সম্পন্ন করা হয় ও উপহার সামগ্রী বিতরন করা হয়।