রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে ২ শতাধিক পরিবার পেলো ঈদ উপহার

1249

Published on মে 20, 2020
  • Details Image

দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর নির্দেশনায় জেলা ছাত্রলীগের উদ্যোগে ২ শতাধিক দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ঈদের উপহার তুলে দেওয়া হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে এমন উপহার সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে হত দরিদ্ররা।

বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার এলাকায় জেলা ছাত্র লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিবের ব্যক্তিগত কার্যালয়ের সামনে জেলার ২ শতাধিক দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ঈদের উপহার তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক, পৌরসভার কাউন্সিলর মিহানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, স্বেচ্ছা সেবক লীগ রাজবাড়ী পৌর শাখার সভাপতি ইফতি হক সৌরভ, সাধারন সম্পাদক ইমরান সরদার, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আলম, ছাত্র লীগ নেতা শাহিন, ইমরান, কৌশিক, ইফতি, রুদ্র, সামীন্ত, সুমন, বাবুসহ অন্যান্যরা।

এ সময় ঈদ উপহার হিসেবে চাল, ডাল, সেমাই, চিনি, সাবান, ও নগদ দুই শত টাকা করে প্রদান করা হয়।

দুস্থ্যদের মাঝে ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব বলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর নির্দেশনায় আমরা গরীবের পাশে দারানো চেষ্টা করেছি।

আর প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, শুধু ঈদ উপহার বিতরন নয় আর কয়েক দিন পরের পুরোদমে জেলার ধান পাকা শুরু হবে। সেসময় কোন মানুষ যাতে শ্রমিকের অভাবে ধান কাটায় কষ্ট না করে সেজন্যও রাজবাড়ী জেলা ছাত্র লীগকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে প্রস্তুত রয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত